ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

‘শক্তিশালী নারীরা বিয়ের জন্য অযোগ্য’

২০২৬ জানুয়ারি ১০ ১৬:০৮:১৮

‘শক্তিশালী নারীরা বিয়ের জন্য অযোগ্য’

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী ও পরিচালক নীনা গুপ্ত সব সময় সরাসরি কথা বলার জন্য পরিচিত। সম্প্রতি তিনি বলেছেন, শক্তিশালী মতামত রাখেন এমন নারীদের প্রতি পুরুষদের আগ্রহ কম থাকে। নীনা গুপ্তের মতে, এ ধরনের নারীরা সাধারণত বিয়ে উপযুক্ত বিবেচিত হন না।

এই মন্তব্যের পরই অভিনেত্রীর বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বিয়ের আগে সন্তানের জন্ম দেওয়ার মতো বিভিন্ন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং লোক কী বলবে, সে ব্যাপারে বিশেষভাবে ভাবেন না।

সাক্ষাৎকারে নীনা গুপ্ত বলেন, “একজন শক্তিশালী নারী বিয়ের ক্ষেত্রে উপযুক্ত নয়। পুরুষেরা সাধারণত এমন নারীদের পছন্দ করেন না। যারা নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারে, তাদের বেশি পছন্দ করেন না।”

তিনি আরও বলেন, “যেসব নারীর নিজস্ব ভাবনাচিন্তা ও দৃঢ় মতামত রয়েছে, অধিকাংশ পুরুষই তা সহ্য করতে পারেন না। তাদের কর্মজীবনকে অগ্রাধিকার দেওয়া, এমন নারীদের অনেকেই চোখে দেখতে পারেন না। যদিও সবাই নয়, তবে প্রায় ৯৫ শতাংশ পুরুষই এমন মনে করেন, আমি এটা শুধু সমাজে নয়, আমার পরিবারেও দেখেছি।”

অতীতের একটি অভিজ্ঞতার কথাও স্মরণ করে নীনা গুপ্ত জানান, একবার তার বিয়ের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ তা বাতিল হয়ে যায়। তবুও তিনি হতাশ হননি এবং নিজের পথ চলা অব্যাহত রেখেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত