ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

২০২৬ জানুয়ারি ১০ ১২:১৬:৫৯

আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। তিনি স্পষ্ট করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া কাউকে আটক করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘ আয়োজিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেই, তাই আসন্ন নির্বাচনে তাদের কোনো প্রতীকও থাকবে না। এখন তারা কাকে ভোট দেবে, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ বিএনপিকে ভোট দিতে চাইলে বা জামায়াতে ইসলামিকে ভোট দিতে চাইলে সেটাও তাদের অধিকার। কিন্তু ভোটের পছন্দের কারণে কাউকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ধরে নেওয়া বা হয়রানি করার প্রবণতা তৈরি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, ইতোমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে কেউ আমাকে ভোট দিতে চাইলেই বলা হচ্ছে, সে আওয়ামী লীগ করে। আমি জোর দিয়ে বলছি, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। তা না হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করব।

বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থাকলেও আমাদের নামে মামলা হয়েছে। এখন যদি নিরপরাধ মানুষদের মিথ্যা মামলায় আটক করা হয়, তাহলে আগের সময়ের সঙ্গে পার্থক্য কোথায়? এই দেশ ও শহরে আওয়ামী লীগের বহু মানুষ বসবাস করে সবাই কি অপরাধী?

নির্বাচিত হলে নিজের অঙ্গীকারের কথাও তুলে ধরেন হারুনুর রশিদ। তিনি বলেন, জনগণের শক্তিতে ভর করেই প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনবেন। কোনো ধরনের চাঁদাবাজি, জমি দখল বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। বিএনপির লোক হলেই অন্যায় করার সুযোগ থাকবে এমন ধারণারও অবসান ঘটাতে চান তিনি।

তিনি আরও বলেন, থানায় বা ভূমি অফিসে ঘুষ দিতে হবে এমন দৃশ্য আর দেখতে চান না। জনগণের নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করবেন না বলেও জানান তিনি। এ সময় তরুণদের সমর্থন ও সক্রিয় ভূমিকা কামনা করেন বিএনপির এই প্রার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ অন্যান্য নেতাকর্মীরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত