ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি 

২০২৬ জানুয়ারি ০৯ ১২:২২:১৫


আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি 

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের শেষ দিন থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ এখনো দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ না দেখা যাওয়ায় জনজীবনে এর প্রভাব পড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই আট জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে। পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত আরও ১৬টি জেলায় একই ধরনের শৈত্যপ্রবাহ বইছে, যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে।

আজ সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের অনুভূতি আরও বাড়িয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত