ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রধান উপদেষ্টা

'আমার মনে হয় না কোনো দলই ‘না’ ভোট চাইবে'

সাজ্জাদ প্রাপ্য
সাজ্জাদ প্রাপ্য

রিপোর্টার

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:০৭:৩৬

'আমার মনে হয় না কোনো দলই ‘না’ ভোট চাইবে'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত 'কম্প্রিহেনসিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট' বা ব্যাপক অংশীদারিত্ব চুক্তি (পিসিএ) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি সাক্ষাৎকালে এই আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইইউ-এর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন রোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাওলা পাম্পালোনি গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইইউ বাংলাদেশের রাজনৈতিক ও বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে এই সংস্কারগুলোকে অত্যন্ত গুরুত্ব দেয়। ২০ বছর পর গত নভেম্বরে এই নতুন অংশীদারিত্ব চুক্তির আলোচনা শুরু হওয়াকে তিনি সম্পর্কের নতুন মোড় হিসেবে বর্ণনা করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৭ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে ইইউ-এর নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইইউ-এর সাথে সম্পর্কের ভিত্তি আরও মজবুত করবে।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে পাম্পালোনি জানান, ইইউ বাংলাদেশের নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং একটি উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে। এই দলের প্রধান চলতি সপ্তাহেই ঢাকা পৌঁছাবেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।

জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং গণভোট উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জুলাই সনদে সমর্থন জানিয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে।

তিনি বলেন, “আমার মনে হয় না কোনো দলই ‘না’ ভোট চাইবে।”

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।... বিস্তারিত