ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ইসি

২০২৬ জানুয়ারি ০৬ ১৬:০৭:৪১

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, গত ১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০০টি লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কার কারণ নেই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রাম একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় এখানকার নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়েছে, যাতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের মূল বার্তা হলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। এই নীতির বাস্তব প্রতিফলন মাঠপর্যায়ে দেখা যাবে। আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি কমিশন কঠোর থাকবে বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে প্রার্থীদের মধ্যে আচরণবিধি মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আন্তঃদলীয় সংঘাতের মাত্রা তুলনামূলকভাবে কম, যা ইতিবাচক ইঙ্গিত।

নির্বাচন উৎসবমুখর রাখতে সবাইকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই সতর্ক থাকতে হবে যাতে কোনো দল বা পক্ষ সহিংসতায় জড়িয়ে না পড়ে।

গণমাধ্যমকর্মীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের বড় দায়িত্ব। অপতথ্য ও গুজব ছড়ানো যেমন অপরাধ, তেমনি তা শেয়ার করাও অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ করেন, তাহলে নির্বাচন কমিশনের ইনকোয়ারি কমিটি ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেষদিকে তিনি জানান, এ মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত