ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

২০২৬ জানুয়ারি ০৬ ১৪:২৪:৪৬

সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসছে। দলটি মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বৈঠকটি নির্বাচন কমিশন ভবনে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে অংশগ্রহণ করবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

প্রতিনিধিদল সিইসির সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং ভোট প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত