ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে নাগরিক ঐক্যের নেতাদের বৈঠক

২০২৬ জানুয়ারি ০৫ ২৩:০০:৪৪

তারেক রহমানের সঙ্গে নাগরিক ঐক্যের নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের শীর্ষ নেতারা।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাৎকালে নাগরিক ঐক্যের অন্যান্য সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে এই ধরনের ধারাবাহিক মতবিনিময়কে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত