ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

‘একটি মহলের ইন্ধনে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে’

২০২৬ জানুয়ারি ০৪ ১৬:৫৫:৫৫

‘একটি মহলের ইন্ধনে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে তথ্য ও কাগজপত্র উপস্থাপন সত্ত্বেও উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। এছাড়া, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থিতা বাতিল করার ঘটনা ঘটেছে, যা একটি নির্দিষ্ট মহলের প্রভাবের কারণে হয়েছে বলে মনে করছে দলটি।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, “সারা দেশে মনোনয়নপত্র দাখিলের পর বিভিন্ন আসনে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন জেলার রিটার্নিং অফিসারদের আচরণে বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। তুচ্ছ বা গুরুত্বহীন বিষয় ধরে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের ব্যক্তিগত এখতিয়ার ব্যবহার বা কঠোর নীতি প্রয়োগে যোগ্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং অনৈতিক।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা বড় প্রশ্ন। আমরা প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাই, যাতে রিটার্নিং অফিসাররা গুরুত্বহীন বিষয়ে প্রার্থীদের প্রার্থিতা বাতিল না করেন এবং ইতিমধ্যে বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন পুনরায় বৈধ ঘোষণা করা হয়। সকল প্রার্থীর ক্ষেত্রে সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার জন্য আমরা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত