ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
জনগণ থেকে নেতা-কর্মী, খালেদা জিয়ার কবরে আজও মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শেরেবাংলা নগরে শুক্রবার থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২ জানুয়ারি) সকাল থেকেই ভিড় আরও ঘন হয়ে ওঠে। বিএনপির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, ছাত্র-যুবক ও সাধারণ নাগরিকরা শান্তিপূর্ণভাবে সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতে উপস্থিত হন।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শ্রদ্ধা কর্মসূচি আজও অব্যাহত থাকে। সকাল ৯টার পর ভিড় ক্রমশ বাড়তে থাকে। উপস্থিত নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে আসেন। কবরের পাশে তারা পুষ্পস্তবক অর্পণ করে, নীরব শ্রদ্ধা জানান এবং শান্তিপূর্ণভাবে প্রার্থনা করেন।
শ্রদ্ধা নিবেদনরত নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী। তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও জনগণের জীবনে এক অনন্য অবদান রেখেছেন। তার নেতৃত্বের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। তার প্রতি শ্রদ্ধা জানানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য।
শেরেবাংলা নগরের প্রাঙ্গণ আজ একটি ঐক্যবদ্ধ ও মানবিক দৃশ্যের সাক্ষী হয়। সাধারণ নাগরিক থেকে ছাত্র-যুবক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই পরিবারসহ আসেন, অনেকে হাতে ফুল নিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বেচ্ছাসেবীরা ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে কাজ করেন।
নেতা-কর্মীরা জানিয়েছেন, এই ভিড়ে প্রতিটি অংশগ্রহণকারী সাবেক প্রধানমন্ত্রীর জীবদ্দশায় করা অবদানের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছেন। ধাপে ধাপে শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মানুষ খালেদা জিয়ার জীবনের তাৎপর্য এবং তার নেতৃত্বের গুরুত্ব স্মরণ করছেন।
শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচি বিএনপি নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষকেও একত্রিত করেছে। এতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মানুষরা একসাথে হয়ে দেশের ইতিহাসে এক সম্মানসূচক মুহূর্ত তৈরি করেছেন। শেরেবাংলা নগরে এই দৃশ্য দেশের মানুষকে মানবিক ও ঐক্যবদ্ধতার বার্তা পাঠাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি