ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

২০২৬ জানুয়ারি ০২ ১৫:১৩:১২

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুসল্লি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। মুসল্লিরা মোনাজাতে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন।

দেশজুড়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।

আজ শোকের শেষ দিনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত