ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
দলীয় পুনর্মূল্যায়নে ২১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: দলীয় পুনর্মূল্যায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার মোট ২১ জন নেতার বিরুদ্ধে পূর্বে জারি করা বহিষ্কার ও পদস্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সংশ্লিষ্ট নেতারা প্রাথমিক সদস্য পদসহ দলীয় কর্মকাণ্ডে ফেরার সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি ও চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, কুমিল্লা দক্ষিণ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন ও সাবেক আহ্বায়ক মো. আক্রামুল ইসলাম, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার, বগুড়ার দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম ফারুক, তালোড় পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবু হোসেন সরকার আবুলসহ একাধিক নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এছাড়াও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, এনায়েতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী ইউনিট বিএনপির সহ-সভাপতি মো. বাবুল সরকার, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় মহিলা দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর আক্তার বিউটি, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন এবং নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস আকন্দকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ এসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী জানান, চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোরছালিন ও সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কালাম আবু, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি ও সদস্য মো. জাফর ইকবাল এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের পদস্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
একই অভিযোগে যাদের আগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শেখ এবং ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন তাদের ক্ষেত্রেও পূর্বের সিদ্ধান্ত বহাল ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস