ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

‘প্রতিষ্ঠানের উর্ধ্বে মানুষ হিসেবে আপনাদের সহমর্মিতা হৃদয় ছুঁয়েছে’

২০২৬ জানুয়ারি ০১ ১০:৪৫:১৮

‘প্রতিষ্ঠানের উর্ধ্বে মানুষ হিসেবে আপনাদের সহমর্মিতা হৃদয় ছুঁয়েছে’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা যথাযথ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই ধন্যবাদ জানান।

তারেক রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, “গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে।” তিনি বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হওয়া সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সকলের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে।

তারেক রহমান তাঁর বার্তায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা কেবল শৃঙ্খলা বজায় রাখেননি, বরং শোকময় পরিবেশে মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, র‍্যাব এবং এপিবিএন-এর সদস্যদের ধৈর্য ও দায়িত্ববোধের প্রশংসা করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নিরলস সতর্কতার কারণেই দিনটি নিরাপদ ও নির্বিঘ্ন ছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের প্রতি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সমর্থন পরিবারের জন্য অমূল্য ছিল। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিদেশী উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের সীমানার বাইরেও বেগম জিয়ার প্রতি গভীর সম্মান বিদ্যমান।

বিশাল জনসমুদ্রের মাঝে প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে জানাজা ও দাফনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ায় দেশী-বিদেশী সংবাদকর্মীদের প্রতিও তিনি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সবশেষে তারেক রহমান বলেন, “প্রতিষ্ঠানের উর্ধ্বে উঠে মানুষ হিসেবে আপনারা যে সহমর্মিতা দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনাদের কারণেই পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।”

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্মরণকালের বিশাল জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কবরে নেমে নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করেন তারেক রহমান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত