ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

‘থ্রি ইডিয়টস ২’ কি আসছে? গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাধবন

২০২৫ ডিসেম্বর ৩১ ২৩:৫৮:৪৬

‘থ্রি ইডিয়টস ২’ কি আসছে? গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাধবন

বিনোদন ডেস্ক: ২০০৯ সালে রাজকুমার হিরানির নির্দেশনায় মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। দীর্ঘ ১৫ বছর পর এই কালজয়ী সিনেমার সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন আবারও বলিউডে নতুন করে মাথাচাড়া দিয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সিনেমার ‘ফারহান’ খ্যাত অভিনেতা আর মাধবন।

মাধবন জানান, আপাতত ছবিটির সিক্যুয়েল নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তাঁর মতে, ১৫ বছর পর সেই একই চরিত্রগুলো পুনরায় বড় পর্দায় ফুটিয়ে তোলা বেশ চ্যালঞ্জিং। মজা করে তিনি বলেন, ‘আমরা এখন আর সেই কলেজের তরুণ ছাত্র নেই। আমাদের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। কেবল সিনেমার জনপ্রিয়তা ব্যবহার করে সিক্যুয়েল বানালে মূল ছবির আবেদন ও মান ক্ষুণ্ণ হতে পারে।’

অন্যদিকে, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও এই গুঞ্জনের সত্যতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘ব়্যাঞ্চো’ চরিত্রটি তাঁর ক্যারিয়ারের অনন্য এক সৃষ্টি। ভক্তদের আগ্রহকে তিনি সম্মান জানালেও এখন পর্যন্ত সিক্যুয়েলের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা পূর্ণাঙ্গ চিত্রনাট্য তাঁর হাতে পৌঁছায়নি। আমির যোগ করেন, যদি সত্যিই অসাধারণ কোনো গল্প পাওয়া যায়, তবেই সিক্যুয়েল তৈরির কথা ভাবা যেতে পারে। এর বাইরে যা শোনা যাচ্ছে, তার পুরোটাই গুঞ্জন।

উল্লেখ্য, রাজকুমার হিরানির এই আইকনিক সিনেমায় বন্ধুত্ব, পড়াশোনার চাপ আর স্বপ্নের পেছনে ছোটার যে বার্তা দেওয়া হয়েছিল, তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। আমির-মাধবন ছাড়াও এতে শরমন যোশী ও কারিনা কাপুরের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত