ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

নেতাকর্মীদের নিয়ে বেগম জিয়ার জানাজায় শামসুজ্জামান দুদু

২০২৫ ডিসেম্বর ৩১ ১১:৪৯:২৫

নেতাকর্মীদের নিয়ে বেগম জিয়ার জানাজায় শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: আপসহীন রাজনীতির প্রতীক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জানাজার স্থলে পৌঁছান।

একই সময় দেশনেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন লাখো শোকার্ত মানুষ। সকাল থেকেই রাজধানীর এই এলাকায় মানুষের ঢল নামে, যা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে।

জানাজায় অংশগ্রহণকারীদের ভিড় সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন দক্ষিণ প্লাজার গেট উন্মুক্ত করা হয়।

গেট খোলার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক মানুষ দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজা আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ প্রস্তুত রাখা হয়েছে।

দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে ছুটে আসছেন। মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে শোকার্ত মানুষের চোখেমুখে স্পষ্ট দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।

আজ দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত