ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ১০ খাত

২০২৫ ডিসেম্বর ২৮ ১৭:২৫:৫৬

লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ১০ খাত

নিজস্ব প্রতিবেদক : আজ (২৮ ডিসেম্বর) রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচক প্রায় ১৫ পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে প্রায় ৪৬ কোটি ৯৮ লাখ টাকার। আর লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ছিল ১০ খাতের শেয়ার। আজ ডিএসইতে প্রায় ৩৮৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেন বৃদ্ধির নেতৃত্বে থাকা খাতগুলো হলো- বস্ত্র, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, লাইফ ইন্স্যুরেন্স, কাগজ ও প্রকাশনা, টেলিকমিউনিকেশন, আর্থিক, ভ্রমণ ও অবকাশ, সিমেন্ট এবং পাট। আজ এসব খাতে প্রায় ১৫৫ কোটি ৩২ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৪৬ শতাংশ।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার অংকে লেনদেন হয়েছে বস্ত্র খাতে। আজ ডিএসইতে এই খাতে মোট ৫৬ কোটি ২০ লাখ টাকার, যা মোট লেনদেনের ১৬.৩৭ শতাংশ। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ প্রায় ৯ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে সায়হাম কটনের।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক খাতে। আজ ডিএসইতে খাতটির ৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ১৩.৪০ শতাংশ। আর খাতটির কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ প্রায় ১৫ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আজ ডিএসইতে খাতটির ২৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ৭.০২ শতাংশ। আর খাতটির কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ প্রায় ৬ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।

অন্য খাতগুলোর মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ১৮ কোটি ২০ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ১০ কোটি ৭৪ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ৫ কোটি ৯০ লাখ টাকা, আর্থিক খাতে ৩ কোটি ৮৩ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ২ কোটি ৭৬ লাখ টাকা, সিমেন্ট খাতে ২ কোটি ৫০ লাখ টাকা এবং পাট খাতে ১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত