ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

এবার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের পদত্যাগ

২০২৫ ডিসেম্বর ২৮ ১৪:১৩:৪২

এবার এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদত্যাগের হিড়িক পড়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার পর এবার দল থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।

ডা. তাজনূভা জাবীন তাঁর পদত্যাগের পেছনে মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতা ও দলের অভ্যন্তরীণ অস্বচ্ছ প্রক্রিয়াকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক কৌশল নয়, বরং একটি ‘পরিকল্পিত’ খেলা। তাঁর দাবি, এনসিপি প্রথমে উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে ১২৫ জনকে মনোনয়নপত্র দিলেও শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনের জন্য সমঝোতা করে বাকিদের নির্বাচনের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। কাল (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় এখন কারো স্বতন্ত্র নির্বাচন করারও পথ খোলা নেই।

এনসিপির অন্যতম এই প্রতিষ্ঠাতাসদস্য আক্ষেপ করে বলেন, "দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে ক্ষমতার রাজনীতি করতে এত ব্যস্ত যে তারা কখনোই নতুন কোনো মধ্যপন্থা বা বাংলাদেশপন্থী রাজনীতি উপহার দিতে পারবে না। তারা জুলাই আন্দোলনের স্পিরিট চর্চা করে না, বরং ব্যবহার করে।" তিনি আরও বলেন, যারা প্রকৃত অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ছিল, তাদের একে একে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে।

তাজনূভা তাঁর স্ট্যাটাসে আরও উল্লেখ করেন যে, নির্বাচনী প্রচারণার জন্য সাধারণ মানুষ তাকে যে ডোনেশন বা আর্থিক সহায়তা দিয়েছিলেন, তিনি তার প্রতিটি পয়সা এক এক করে ফেরত দেবেন। শীঘ্রই অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে তিনি বিস্তারিত জানাবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের জেরেই এনসিপির ভেতরে এই বড় ধরনের ভাঙন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গতকাল শনিবার রাতেও দলটির অন্যতম শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা একই ধরণের অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত