ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে

২০২৫ ডিসেম্বর ১৯ ১৫:০৫:২৩

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে

সরকার ফারাবী: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি (5th T20I) ম্যাচে মুখোমুখি হবে দুই পরাশক্তি। পাঁচ ম্যাচের এই সিরিজে আজকের ম্যাচটি কার্যত 'ফাইনাল' হিসেবে গণ্য হচ্ছে।

ম্যাচ প্রোফাইল ও গুরুত্ব:

ম্যাচ: ৫ম টি-টোয়েন্টি (রাত্রীকালীন)

ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ।

তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২৫।

সময়: সন্ধ্যা ৭:৩০ মি.

প্রতিপক্ষ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ভারত চাইবে ঘরের মাঠের সুবিধা নিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরতে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই সফরে তাদের শক্তিশালী ব্যাটিং এবং পেস আক্রমণ দিয়ে ভারতকে বড় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আমেদাবাদের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হলেও রাতের বেলা শিশির (Dew Factor) একটি বড় ভূমিকা পালন করতে পারে, যা টস জয়ী দলকে বাড়তি সুবিধা দেবে।

নজরে থাকবেন যারা:

ভারতীয় শিবিরে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তরুণ হার্ডহিটারদের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম এবং হেনরিক ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক একটি হাই-স্কোরিং থ্রিলার ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছেন।

সরাসরি দেখবেন যেভাবে:

খেলাটি শুরু হলেডুয়া নিউজে সরাসরি দেখাতে পাবেন। সন্ধ্যা ৭:৩০ মিনিটে এখানে লিংক দেয়া হবে।

এছাড়াও টি স্পোর্টসে সরাসরি দেখতে পারবেন।

ট্যাগ: বিসিসিআই আজকের খেলা suryakumar yadav cricket live score ক্রিকেট আপডেট সূর্যকুমার যাদব স্পোর্টস নিউজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা aiden markram লাইভ স্ট্রিমিং দক্ষিণ আফ্রিকা বোলিং South Africa Bowling Live Streaming সিরিজ নির্ধারণী ম্যাচ ind vs sa Sports News Cricket Update T20 Series Final ভারত সফর ২০২৫ ক্রিকেট নিউজ বাংলা Series Decider South Africa Tour of India ক্রিকেট লাইভ স্কোর BCCI ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ IND vs SA Live Narendra Modi Stadium এইডেন মার্করাম Hardik Pandya Team India Proteas হার্দিক পান্ডিয়া হেনরিক ক্লাসেন Heinrich Klaasen ভারত ব্যাটিং India Batting Cricket News Bengali টিম ইন্ডিয়া প্রোটীয় বাহিনী ৫ম টি-টোয়েন্টি 5th T20I আমেদাবাদ ক্রিকেট Ahmedabad Cricket নরেন্দ্র মোদী স্টেডিয়াম টি-টোয়েন্টি সিরিজ ফাইনাল শিশির ফ্যাক্টর Dew Factor আমেদাবাদ পিচ রিপোর্ট Ahmedabad Pitch Report

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ