ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ছাত্রদলের সংঘর্ষে শিক্ষার্থী নি'হত

ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

২০২৫ ডিসেম্বর ১৭ ১৩:২৫:৫০

ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর ফার্মগেট এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে কলেজটির সামনে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৬ ডিসেম্বর ছাত্রাবাসে মাদক সেবন ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজে আসামিদের স্পষ্টভাবে দেখা গেলেও এতদিনেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা কলেজের অধ্যক্ষের জন্য অপেক্ষা করছেন। অধ্যক্ষকে বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে মামলা করতে হবে। দাবি মানা না হলে তারা ফার্মগেট এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা, মানবিক বিভাগের হৃদয় আহমেদ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তরুণ-সেলিম গ্রুপের সদস্য মোমেন পালোয়ান, যিনি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে ছাত্রদলের প্রভাব খাটিয়ে হলে মাদক ও আধিপত্য বিস্তার করে আসছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত