ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র ইতিবাচক: অর্থ উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৫ ১৬:৪৬:৩৩

দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র ইতিবাচক: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক চিত্র ইতিবাচক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, এই মূল্যায়ন কেবল ব্যক্তিগত নয়; বরং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মধ্যেও একই ধরনের মতামত প্রতিফলিত হচ্ছে।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, অর্থনীতির সামগ্রিক চিত্র সন্তোষজনক হলেও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বিশেষ করে ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে বলে তিনি স্বীকার করেন।

ড. সালেহউদ্দিন বলেন, কোনো দেশের অর্থনীতির সব খাত একযোগে ভালো অবস্থানে থাকবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বিশ্বের কোথাও এমন নজির নেই, যেখানে প্রতিটি খাত একই সময়ে সমানভাবে ভালো করছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা মূলত পুঁজির সঠিক ব্যবহার এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনদের কর্মদক্ষতার ওপর নির্ভরশীল। এসব অংশীজনের ভূমিকা তদারকি ও জবাবদিহির আওতায় আনা জরুরি হলেও এটি একক কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়।

অর্থ উপদেষ্টার মতে, অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে সচল থাকে না; বরং পুঁজির প্রবাহ, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যক্রমের সমন্বয়ের ওপরই এর গতি নির্ভর করে। এসব কার্যক্রম কতটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারের পক্ষেও অর্থনীতির প্রতিটি দিক সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মন্ত্রণালয়ে বসে সব খাতের কার্যক্রম নিয়ন্ত্রণ করা বাস্তবতা বিবর্জিত এটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়।

শেষে অর্থ উপদেষ্টা বলেন, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রাতিষ্ঠানিক সমন্বয়, খাতভিত্তিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত কর্মদক্ষতার বিকল্প নেই।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত