ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র ইতিবাচক: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক চিত্র ইতিবাচক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার ভাষ্য অনুযায়ী, এই মূল্যায়ন কেবল ব্যক্তিগত নয়; বরং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মধ্যেও একই ধরনের মতামত প্রতিফলিত হচ্ছে।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, অর্থনীতির সামগ্রিক চিত্র সন্তোষজনক হলেও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বিশেষ করে ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে বলে তিনি স্বীকার করেন।
ড. সালেহউদ্দিন বলেন, কোনো দেশের অর্থনীতির সব খাত একযোগে ভালো অবস্থানে থাকবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বিশ্বের কোথাও এমন নজির নেই, যেখানে প্রতিটি খাত একই সময়ে সমানভাবে ভালো করছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা মূলত পুঁজির সঠিক ব্যবহার এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের অংশীজনদের কর্মদক্ষতার ওপর নির্ভরশীল। এসব অংশীজনের ভূমিকা তদারকি ও জবাবদিহির আওতায় আনা জরুরি হলেও এটি একক কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়।
অর্থ উপদেষ্টার মতে, অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে সচল থাকে না; বরং পুঁজির প্রবাহ, ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যক্রমের সমন্বয়ের ওপরই এর গতি নির্ভর করে। এসব কার্যক্রম কতটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকারের পক্ষেও অর্থনীতির প্রতিটি দিক সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মন্ত্রণালয়ে বসে সব খাতের কার্যক্রম নিয়ন্ত্রণ করা বাস্তবতা বিবর্জিত এটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়।
শেষে অর্থ উপদেষ্টা বলেন, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রাতিষ্ঠানিক সমন্বয়, খাতভিত্তিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত কর্মদক্ষতার বিকল্প নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস