ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
দেশজুড়ে গণকমিটি গঠনের ঘোষণা ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তা জোরদার এবং ফ্যাসিবাদের সহযোগী ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেশজুড়ে প্রতিটি এলাকা, পাড়া ও মহল্লায় গণকমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এবং এ কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।
সাদিক কায়েম বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই গণকমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদী খুনি হাসিনার দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের শনাক্ত করে থানায় সোপর্দ করা হবে, যাতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সচিবালয় এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ডাকসুর নেতারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে এবং তিনি সেগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না দেখলে, জুলাইয়ের আন্দোলনের চেয়েও শক্তিশালী কর্মসূচি নিয়ে সারা দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, দিল্লি খুনি হাসিনা ও তার সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্বিবেচনা করা প্রয়োজন।
ওসমান হাদির ওপর হামলা নিয়ে নির্বাচন কমিশনারের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ডাকসু ভিপি বলেন, এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে উল্লেখ করা পুরো ছাত্র-জনতার অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি ওই মন্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সাদিক কায়েম আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের মামলা প্রত্যাহার ও জামিনের জন্য অর্থের বিনিময়ে একটি চক্র তৎপর রয়েছে এমন অভিযোগ ছাত্রসমাজের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে তোলা হচ্ছে। গণহত্যা ও সহিংসতার সঙ্গে জড়িতদের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সামাজিকভাবে বয়কট করা হবে এবং সেই তালিকা প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শেষে তিনি বলেন, অপরাধীদের বিচার, খুনি হাসিনার বিচার, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে একটি জাতীয় ঐকমত্য জরুরি। প্রকৃত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, ন্যায়ের প্রশ্নে ছাত্রসমাজ পিছু হটবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ