ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
কলাভবনের নামকরণ ঢাবির প্রথম শহীদ নজিরের নামে করার দাবি
.jpg)
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের নামে কলাভবনের নামকরণসহ চারটি দাবি নিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) শহীদ নজির আহমদের ৮২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে 'সাম্প্রদায়িকতা বিরোধী দিবস' পালনের অংশ হিসেবে বিকেলে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি তুলে দেন পরিষদের নেতাকর্মীরা।
বিপ্লবী ছাত্র পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হিসেবে শহীদ নজির আহমদকে সম্মান জানাতে 'সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস' পালন করা, সরকারকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালনের জন্য প্রস্তাব পাঠানো, এবং ঔপনিবেশিক আমলে মুসলমানদের ওপর পরিচালিত শোষণ-নির্যাতন-সাম্প্রদায়িক সন্ত্রাসের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, “আমরা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সবার সম্মান ফিরিয়ে দিতে চাই। শহীদ নজির আহমদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর অ্যাসেম্বলি পর্যালোচনা করবে। যদি ছাত্রদের দাবির যথার্থতা পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই শহীদ নজির আহমদকে সম্মান জানাবো।”
প্রসঙ্গত, শহীদ নজির আহমদ ঔপনিবেশিক আমলে তৎকালীন নোয়াখালী জেলার (বর্তমানে ফেনী) আলিপুর গ্রামের একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তবে দারিদ্র্যের মাঝেও তিনি উচ্চশিক্ষা গ্রহণে সফল হন। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়ন করতেন। এছাড়াও তিনি অল ইন্ডিয়া মুসলিম ছাত্র পরিষদের শীর্ষ নেতা ছিলেন।
১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের পুরানো ভবন) ক্লাস চলাকালীন সময়ে মুসলিম ছাত্রদের ওপর কংগ্রেসপন্থী সাম্প্রদায়িক হিন্দু ছাত্ররা হামলা চালায়। এ সময় নজির আহমদকে লাঠি দিয়ে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের ইতিহাসে শিক্ষাঙ্গনের প্রথম সন্ত্রাসী ঘটনা হিসেবে চিহ্নিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান