ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ বিজয়ী চার বিশিষ্ট নারীকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পদকজয়ী রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতে পদকজয়ীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘হাদির ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। আমি তার চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ আছে। রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে সহায়তা করছে।’
শ্রম অধিকারে পদকপ্রাপ্ত কল্পনা আক্তার শ্রম আইনের সংস্কার ও কনভেনশন স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আগের সরকারের আমলে আমার বিরুদ্ধে ১৪টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ট্রেড ইউনিয়ন করা একজন নারী রোকেয়া পদক পাবেন, তা আগে ভাবা যায়নি।’ জবাবে ড. ইউনূস বলেন, ‘রানা প্লাজা ট্র্যাজেডির পর যা করার কথা ছিল, তা হয়নি। শ্রম অধিকার ও কনভেনশন আমার অগ্রাধিকার ছিল।’
ফুটবলার ঋতুপর্ণা চাকমার সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা নারী ফুটবল দলের আবাসন, অনুশীলন ও নতুন খেলোয়াড়দের বিষয়ে খোঁজ নেন। তিনি বলেন, ‘তোমাকে সম্মানিত করা মানে তোমাকে যারা অনুসরণ করে, তাদের অনুপ্রাণিত করা। দেশের সবাই তোমাদের ভক্ত।’
মানবাধিকার কর্মী নাবিলা ইদ্রিস গুম ও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। ড. ইউনূস তার সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘তুমি শুরু থেকেই দৃঢ়তার পরিচয় দিয়েছ, যা মানুষকে সাহস জুগিয়েছে।’ এছাড়া গবেষক ড. রুবহানা রাকিবের সঙ্গে তিনি আইসিডিডিআরবি’র বর্তমান অবস্থা ও বিদেশি সহায়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা পদকজয়ীদের হাতে নিজের লেখা বই ‘বেলতৈল গ্রামের জরিমন, ও অন্যান্যরা’ উপহার হিসেবে তুলে দেন। এ সময় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন