ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

২০২৫ ডিসেম্বর ১৩ ১৮:৪০:২৩

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোকসজ্জা।

শনিবার (১৩ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ডিসেম্বর ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে এদিন দুপুর ২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ভোর ৬টায় দলের কেন্দ্রীয় ও দেশব্যাপী সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

বিজয় দিবসের দিন সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতাকর্মীরা। এরপর সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে বিএনপির গুলশান ও নয়াপল্টন কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে আলোকসজ্জা করা হবে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন করবে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কর্মসূচি সফল করার জন্য দেশব্যাপী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত