ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নির্বাচনের দ্বিতীয় পরিপত্র জারি করল ইসি

২০২৫ ডিসেম্বর ১৩ ১২:২৮:২৬

নির্বাচনের দ্বিতীয় পরিপত্র জারি করল ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জারি করা এই দ্বিতীয় পরিপত্রে মনোনয়নপত্র দাখিল, গ্রহণ, জামানত প্রদান, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৩ অনুচ্ছেদ (১) ও (২) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৪ অনুসারে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এতে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৫০ হাজার টাকা জামানত নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে প্রদান করতে হবে। একাধিক মনোনয়নপত্র জমা থাকলে প্রার্থীকে শুধুমাত্র একটি জামানত প্রদান করতে হবে। অন্য মনোনয়নপত্রের সাথে চালান বা রসিদের সত্যায়িত অনুলিপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

দেখতে এখানেক্লিক করুন

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন