ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, বের হলেন পুলিশি নিরাপত্তায়

২০২৫ ডিসেম্বর ১০ ২১:২৬:৫৫

টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, বের হলেন পুলিশি নিরাপত্তায়

নিজস্ব প্রতিবেদক: ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে টানা ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কার্যালয় থেকে বের হন।

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট নিরাপত্তা সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে। বাঁশি বাজিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বুধবার দুপুর ২টার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে উপদেষ্টার দরজার সামনে অবস্থান নেন। এ সময় তারা হ্যান্ড মাইক নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বৈঠক করেন। আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় থাকেন। সংগঠনের সভাপতি বাদিউল কবির জানান, তারা দাবি আদায়ে উপদেষ্টা ও সংশ্লিষ্টদের আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এর আগে রেশনের দাবিতে উপদেষ্টাকে অবরুদ্ধ করা হলে তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। এছাড়া সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা এবং নতুন পে-কমিশন বাস্তবায়ন নিয়েও সরকারের নেতিবাচক অবস্থানে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে।

উল্লেখ্য, সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার আদেশ জারি করেছিল। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি জনসমাবেশ থেকে বিরত থাকার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত