ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে ‘শতভাগ নিরপেক্ষতা’ বজায় রাখতে পুলিশকে কঠোর নির্দেশ

২০২৫ ডিসেম্বর ১০ ২১:০৮:১৩

নির্বাচনে ‘শতভাগ নিরপেক্ষতা’ বজায় রাখতে পুলিশকে কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের সব সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সদ্য যোগদান করা ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, “নতুন ওসিদের নিজ নিজ থানা এলাকার অপরাধের ধরন ও পরিস্থিতি ভালোভাবে বুঝে নিতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত বা পেশাদার অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।”

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার প্রতিটি থানায় টহল কার্যক্রম জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন নজরুল ইসলাম বলেন, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে।

এছাড়া, আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহকর্মী নিয়োগে পরিচয়পত্র যাচাই এবং অপরিচিতদের বিষয়ে সচেতনতা বাড়াতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়।

সভা শেষে নভেম্বর মাসে ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ