ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বার্তায় তিনি এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, খেলোয়াড়দের এই সাফল্য গোটা জাতিকে গর্বিত করেছে।
ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে সোমবার (৮ ডিসেম্বর) শক্তিশালী অস্ট্রিয়াকে ৫–২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন। তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, এই বিজয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে। উন্নতি ও উৎকর্ষতার এই ধারা বজায় রেখে যুবরা ভবিষ্যতে আরও বড় সাফল্য ছিনিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, যুব বিশ্বকাপ হকির গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটটি দলকে নিয়ে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ) এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ আয়োজন করে, যার প্রথম আসরেই বাজিমাত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস