ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৯ ২২:৩১:১৯

বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বার্তায় তিনি এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, খেলোয়াড়দের এই সাফল্য গোটা জাতিকে গর্বিত করেছে।

ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে সোমবার (৮ ডিসেম্বর) শক্তিশালী অস্ট্রিয়াকে ৫–২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন। তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, এই বিজয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে। উন্নতি ও উৎকর্ষতার এই ধারা বজায় রেখে যুবরা ভবিষ্যতে আরও বড় সাফল্য ছিনিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুব বিশ্বকাপ হকির গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটটি দলকে নিয়ে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ) এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ আয়োজন করে, যার প্রথম আসরেই বাজিমাত করল লাল-সবুজের প্রতিনিধিরা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত