ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, দুর্নীতির সূচক কমেছে: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ০৯ ১৯:০৬:৪০

যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, দুর্নীতির সূচক কমেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির অতীত ‘ট্র্যাক রেকর্ড’ বা ইতিহাস সফল বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, দুর্নীতির সূচক কমেছে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপি সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে।” তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার ২০০১-২০০৬ শাসনামলে দেশকে ধীরে ধীরে দুর্নীতির ‘তকমা’ থেকে বের করে আনা হয়েছিল। এছাড়া দক্ষিণ তালপট্টির অধিকার প্রতিষ্ঠা ও পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপির সুস্পষ্ট সাফল্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। তিনি বলেন, “সমাজে যারা পিছিয়ে আছেন, তারা এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, তাদের ঘরে বসিয়ে না রেখে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দিয়ে তারেক রহমান বলেন, “যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যায়কারী যেই হোক, সে কোনো দলের হতে পারে না। অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি দলীয়ভাবে নয়, বরং আইন দিয়ে তার বিচার নিশ্চিত করেছে।”

তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, দেশের মানুষ এখন আর কথার ফুলঝুরি চায় না, তারা সমস্যার সমাধান চায়। আর সেই পরিকল্পনা বিএনপির রয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত