ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

তফসিলের পর আন্দোলন-সমাবেশ নিয়ে সরকারের হুঁশিয়ারি

২০২৫ ডিসেম্বর ০৯ ১৮:৫০:০৪

তফসিলের পর আন্দোলন-সমাবেশ নিয়ে সরকারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন সরকারের প্রধান লক্ষ্য। তাই তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি বরদাশত করা হবে না।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ইতিমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিলের পর কেউ বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নিলে তাদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত দেড় বছরে সরকার সাধ্যমতো বিভিন্ন দাবি মেনে নিয়েছে। কিন্তু এখন আমরা নির্বাচনমুখী সময়ে আছি। তাই সবার প্রতি আহ্বান, এখন আর কোনো আন্দোলন বা উত্তেজনা সৃষ্টি না করে আপনাদের দাবি-দাওয়া নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে পেশ করুন।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত