ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

মোহাম্মদপুরের হ’ত্যাকান্ড: সামনে এল চমকে ওঠার মতো তথ্য

২০২৫ ডিসেম্বর ০৯ ১৫:০৫:১৬

মোহাম্মদপুরের হ’ত্যাকান্ড: সামনে এল চমকে ওঠার মতো তথ্য

সরকার ফারাবী: ঢাকার মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ কর্তৃপক্ষ। তাঁদের রিপোর্ট অনুযায়ী, নিহত লায়লা আফরোজ (৪৮)–এর দেহে প্রায় ৩০টি এবং তার কিশোরী মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)–এর শরীরে অন্তত ৬টি ছুরিকাঘাত ছিল। দু’জনেরই গলা ও ঘাড়ে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে।

রবিবার সকালে শাহজাহান রোডের নিজ বাসায় নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া খণ্ডকালীন গৃহকর্মীই এ ঘটনার সাথে জড়িত বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় নাফিসার বাবা আজিজুল ইসলাম তার কর্মস্থলে ছিলেন। তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, তদন্তের প্রাথমিক ধাপে গৃহকর্মীকেই প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনা শুরুর আগে ও শেষে ফ্ল্যাটে ঢুকতে এবং বের হতে কেবল ওই গৃহকর্মীকেই দেখা যায়। অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা জানতে ফুটেজ আরও বিশ্লেষণ করা হচ্ছে।

সিসিটিভির ভিডিও অনুযায়ী, আয়েশা নামের সেই গৃহকর্মী সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশ করে এবং ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। নাফিসার কাজিন নুরেম মাহপারা নিশ্চিত করেছেন, মেয়েটির পরিহিত ওই স্কুলড্রেসটি নাফিসারই ছিল।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে আজিজুল বাসা থেকে বের হন। স্কুলে পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিক সময়ের আগে বাসায় ফিরে এসে বারবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে চাবি দিয়ে দরজা খুলে প্রবেশ করেন। ঢুকতেই দরজার মুখে মেয়ের নিথর দেহ এবং রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় লায়লার মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

ঘটনার সময় পাশের দুটি ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে ছিলেন, তাই কেউ কোনো শব্দ বা সন্দেহজনক কিছু শুনতে পাননি বলে পরিবার জানিয়েছে।

ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুব জানান, প্রায় ২০ বছর বয়সী তরুণীটি চার দিন আগে কাজ খুঁজতে এলে পরিবারের প্রয়োজন অনুযায়ী তাকে সেখানে পাঠানো হয়। তিনি বলেন, আজ সকালে স্কুলড্রেস পরার কারণে প্রথমে মেয়েটিকে শনাক্ত করতে পারেননি। তাকে থামালে সে জানায়, দুই দিন আগে অতিথি হিসেবে এসেছিল এবং এখন বের হচ্ছে এ কথা বলেই দ্রুত রিকশায় চলে যায়।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। স্ত্রী-কন্যাকে হত্যার জন্য তিনি গৃহকর্মীকে সন্দেহ করেছেন। মেয়েটি নিজের নাম বলেছিল আয়েশা। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত