ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে প্রার্থী হলেন সেটা বড় বিষয় নয়, বরং দলের প্রতীক ‘ধানের শীষ’ই মুখ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভুলে দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশের ছাত্রদলের ৭৫টি ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, “এখন আর বসে থাকার সময় নেই। দলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়তো তোমার পছন্দের লোক মনোনয়ন পাননি, কিন্তু মনে রাখতে হবে—তুমি কোনো ব্যক্তির জন্য কাজ করছ না, তুমি কাজ করছ ধানের শীষের জন্য, দেশের জন্য। জনগণ ধানের শীষের পক্ষে রায় দিলেই কেবল দেশ গড়ার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের নেতাকর্মীদের আগামী দুই মাসের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “আমাদের পরবর্তী দুই মাসের কাজ হলো—দেশ গড়ার পরিকল্পনাগুলো (খাল খনন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড, পরিবেশ উন্নয়ন ইত্যাদি) সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তাদের সম্পৃক্ত করা।”
২৪-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং এ দেশের জনগণ। একজন গৃহবধূ, রিকশাচালক, মুদি দোকানদার থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্ররা—সবাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড।” তিনি উল্লেখ করেন, আন্দোলনে ৬৩ জন শিশুও প্রাণ হারিয়েছে।
তারেক রহমান বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তিনি আক্ষেপ করে বলেন, “গত ১৬ বছর ধরে ‘আমি ভালো আর সব খারাপ’—এই নীতি চলে আসছিল। দুঃখজনক হলেও সত্য, ৫ আগস্টের পরও এই মানসিকতার পুরোপুরি পরিবর্তন হয়নি। গণতন্ত্রের স্বার্থে এই ‘একক কৃতিত্ব’ নেওয়ার মানসিকতা বদলাতে হবে।”
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর। সবাই ঐক্যবদ্ধ হলে দেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে