ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

‘নির্বাচন উৎসবমুখর করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’

২০২৫ ডিসেম্বর ০৮ ১৫:২৭:০৫

‘নির্বাচন উৎসবমুখর করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ বাহিনীকে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বৈঠকে ভোটের দিন সারাদেশের সব কেন্দ্রেই যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এবার ভোট হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। সূর্যাস্তের পর গণনা চলবে, তাই বিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভোটের মাঠে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরাই মাঠ গরম করছে। তিনি মন্তব্য করেন, ‘অনেকেই এখন ঘর থেকে বের হতে চায় না। ঠান্ডা লাগবে, সর্দি-কাশি হবে আমরা কি তাদের নিষেধ করেছি?’

এ ছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত