ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

২০২৫ ডিসেম্বর ০৭ ১৬:১১:১০

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় নিজের বাড়ির আশপাশে সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক মহাপরিচালক বলেন, “কমিশন কখনও কোনো ব্যক্তির পরিচয় বা পদবি দেখে অনুসন্ধান করে না। আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা ও সত্যতা।”

দুদক সূত্রে জানা গেছে, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে সাবেক রাষ্ট্রপতির একটি ৩ তলা বিশিষ্ট বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে। ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির মেয়াদ শেষে তিনি সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত এই বাসভবনের আশপাশের পরিবেশ মনোরম করতে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।

অভিযোগে বলা হয়েছে, বাড়ির দুই পাশের রাস্তায় হাঁটার পথ বন্ধ করে নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ এবং খালসংলগ্ন এলাকায় অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণ করা হয়েছে। এসব সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার কাজে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা সরকারি অর্থের অপচয় ও ক্ষতিসাধন হিসেবে গণ্য করছে দুদক। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত