ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

অবৈধ আয়ে চলা রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে: পরিকল্পনা উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৭ ১৫:৩২:৫০

অবৈধ আয়ে চলা রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অবৈধ আয়ের ওপর ভিত্তি করে পরিচালিত রাজনীতি সমাজে চাঁদাবাজি ও শক্তির প্রদর্শনকে উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, অনৈতিক চর্চার নেতিবাচক প্রভাব শিক্ষা ব্যবস্থার ওপরও পড়ে, যার ফলে শিক্ষার মান কমে যায় এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পায়।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করা।” স্বাধীনতার ৫০ বছর পরও উন্নয়ন ও গণতন্ত্রের সমীকরণ নিয়ে এখনো সংগ্রাম করতে হচ্ছে—বিষয়টিকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।

বিনিয়োগ পরিবেশ ও সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কেবল গুটিকতক সূচকের উন্নয়ন ঘটালেই সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ ভালো হয় না। এর জন্য রাজনীতি ও আমলাতন্ত্রের সদিচ্ছা জরুরি। তিনি আরও বলেন, রাজনীতিতে অবৈধ সুবিধা নেওয়ার প্রবণতা বা ‘রেন্ট-সিকিং’ শুধু আইন দিয়ে বন্ধ করা সম্ভব নয়।

দেশের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, “কোনো দেশ এত দরিদ্র নয় যে তার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। আমাদের সম্পদের অভাব মূল সমস্যা নয়, বরং বড় ঘাটতি হলো সদিচ্ছার।” টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি রাজনৈতিক আন্তরিকতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত