ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বায়ুদূষণে আজ কততম অবস্থানে ঢাকা শহর?

২০২৫ ডিসেম্বর ০৭ ১০:৫৭:২৬

বায়ুদূষণে আজ কততম অবস্থানে ঢাকা শহর?

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচকে এ তথ্য উঠে এসেছে।

সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪২। এই স্কোর নির্দেশ করে যে, নগরীর বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ বা ‘ভেরি আনহেলদি’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ৩১২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৪৯। এছাড়া ২০৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের কলকাতা এবং ২০০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ মনে করা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত