ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’

২০২৫ ডিসেম্বর ০৬ ২৩:০৫:২৭

‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মৈত্রী দিবসের ৫৪তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারত বাংলাদেশের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, তা দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট করেছে।

শনিবার ঢাকায় মৈত্রী দিবসের বিশেষ আয়োজনে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারত এমন একটি সম্পর্ক চায় যা সমতা, পারস্পরিক শ্রদ্ধা, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে থাকবে। দুই দেশের জনগণই হবে সেই সম্পর্কের মূল অংশীদার।

তার ভাষায়, মৈত্রী দিবস ভারত-বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে এমন একটি অধ্যায় যা কখনো মুছে যাবে না। এটি দুই দেশের বন্ধনকে শুধু স্মরণ করায় না, বরং ভবিষ্যৎ সহযোগিতার প্রতিও উৎসাহ জোগায়।

ভার্মা আরও আশা প্রকাশ করেন, দুই দেশ অতীতের ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যতের নতুন লক্ষ্য সামনে রেখে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে যাতে দুই দেশের জনগণ স্পষ্টভাবে উপকৃত হয়।

উল্লেখ্য, মৈত্রী দিবস স্মরণ করে ১৯৭১ সালের ৬ ডিসেম্বরের সেই ঐতিহাসিক মুহূর্তকে, যখন ভারত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের জন্মের ঠিক ১০ দিন আগে এই স্বীকৃতি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল, যা দুই দেশের বন্ধুত্বকে আজও দৃঢ়ভাবে ধরে রেখেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত