ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

দেশে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান

২০২৫ ডিসেম্বর ০৪ ১৮:০৪:২২

দেশে আসছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে অথবা শুক্রবার সকালে তিনি ঢাকায় পৌঁছাতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. জোবায়দা রহমান মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতেই দেশে আসছেন। তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে দীর্ঘ দিন ধরে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। শাশুড়ির চিকিৎসার তদারকি করতেই তার এই আকস্মিক সফর।

তবে ডা. জোবায়দা রহমানের আগমনের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে শিগগিরই যুক্তরাজ্যে নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ডা. জোবায়দা রহমান ঢাকায় আসছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত