ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেডআই খান পান্না
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের মানুষদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। তবে পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেডআই খান পান্না হাজির না হওয়ায় আদালত তাকে তলব করেন।
বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল শুনানি শুরু করে। প্রসিকিউশনের পক্ষে প্রথমে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুনানির একপর্যায়ে আদালত ফোন করে স্টেট ডিফেন্স আইনজীবী জেডআই খান পান্নাকে অবিলম্বে হাজির হওয়ার নির্দেশ দেন। প্রায় ১০ মিনিট পর তিনি হুইলচেয়ারে করে অন্য আইনজীবীদের সহায়তায় ট্রাইব্যুনালে উপস্থিত হন।
তার আসার পর প্রসিকিউশনের বক্তব্য থামিয়ে পান্নাকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল জানতে চান তিনি সুস্থ আছেন কি না এবং কেন হাজির হননি। ট্রাইব্যুনাল বলেন, “আপনি শেখ হাসিনার পক্ষে নিয়োগপ্রাপ্ত। আপনার অনুপস্থিতিতে শুনানি করতে হয়েছে চাইলে আবার শুনানি হবে।”
পান্না জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং এ মামলায় না দাঁড়ানোর জন্য রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি পাঠিয়েছেন। জবাবে ট্রাইব্যুনাল বলেন, “আপনার ক্লায়েন্ট হাজির হন না, আপনিও আসেন না। অথচ আপনি নিজেই আইনজীবী হতে আগ্রহ দেখিয়েছিলেন। না করলে সরাসরি ট্রাইব্যুনালে এসে জানাতে হবে।”
এ সময় আদালত পান্নার ভিডিওবার্তার প্রসঙ্গ তোলে, যেখানে তিনি বলেছেন শেখ হাসিনা আদালত মানেন না, তাই তিনিও মানেন না। এ বিষয়ে প্রশ্ন করা হলে পান্না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এরপর আদালত জানতে চান তিনি কি মামলাটি লড়বেন। পান্না ‘না’ বললে তার বদলে নতুন স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত আইনজীবী মো. আমির হোসেনকে নতুন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হয় যিনি অতীতেও শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করেছেন।
গত ২৩ নভেম্বর শুনানির তারিখ ঠিক হওয়ার পর ওই দিনই জেডআই খান পান্না শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?