ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৩ ১৩:১৫:৪৮

ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এ আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি বিশ্বাস করেন, আসন্ন এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে পুরো জাতি গর্ব অনুভব করবে।

অনুষ্ঠানে ড. ইউনূস সফলভাবে কোর্স সমাপ্ত করা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বছরজুড়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন পরিকল্পনা, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়নসংক্রান্ত উচ্চতর অধ্যয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে একটি আন্তর্জাতিক মানের উৎকর্ষ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ অংশ নেন মোট ৯৬ জন কোর্স সদস্য যাদের মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের ২৯ জন প্রতিনিধি ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ শেষ করেছেন। এসব কর্মকর্তা ভবিষ্যতে বিভিন্ন কৌশলগত ও নেতৃত্বপূর্ণ দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ