ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

৭ ডিসেম্বরের পর আসতে পারে নির্বাচনের তফসিল

২০২৫ ডিসেম্বর ০২ ১৬:২৪:৩২

৭ ডিসেম্বরের পর আসতে পারে নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত করবে।

এই সভার পরই যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “দেশে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা আমাদের দায়িত্ব।

নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। আমরা নিশ্চিত করতে চাই, সকল প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং সময়মতো সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন, প্রার্থিতার যাচাই-বাছাই সম্পন্ন হবে, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং প্রতীক বরাদ্দ করা হবে।

তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখও নির্ধারিত হবে। এর ফলে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

একমাত্র তফসিল ঘোষণা করলেই প্রার্থীদের জন্য নির্বাচনী মাঠে অংশ নেওয়ার আনুষ্ঠানিক সুযোগ তৈরি হবে। কমিশনের এই উদ্যোগ দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে সময়মতো অগ্রসর করতে সহায়ক হবে এবং ভোটারদেরও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করবে।

নির্বাচন কমিশন আশা করছে, তফসিল ঘোষণা হলে সকল রাজনৈতিক দল ও প্রার্থী নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং নির্বাচন শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত