ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের
নিজস্ব প্রতিবেদক :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন গুজবের বিষয়ে জনগণকে সতর্ক করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো গুজবে বিশ্বাস করা ঠিক হবে না।
প্রফেসর জাহিদ হোসেন বলেন, বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার বিষয়টি নিয়মিতভাবে তত্ত্বাবধান করা হচ্ছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রদান করা হবে। জনগণ ও সমর্থকদের তিনি অনুরোধ করেন, গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর ভরসা করতে।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবে চলমান আছে এবং এ বিষয়ে অতিরিক্ত গুজব ও ভিত্তিহীন খবর ছড়ানো উচিত নয়। এটি শুধু দলের সদস্য ও সমর্থক নয়, সাধারণ জনগণকেও বিভ্রান্ত করতে পারে।”
ডা. জাহিদ হোসেন আরও জানান, বিএনপি নেতারা নিয়মিত খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তার চিকিৎসা, স্বাস্থ্যের উন্নতি ও হাসপাতাল পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, সবাই ধৈর্য ধরে খালেদা জিয়ার সুস্থতার জন্য মঙ্গল কামনা করবেন এবং কোনো ভিত্তিহীন গুজবে বিভ্রান্ত হবেন না।
বৈঠক ও সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি পুনরায় জোর দেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো মানে শুধু তথ্যের ভুল প্রতিফলন নয়, এটি রাজনৈতিক উদ্দেশ্যও বহন করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টি-২০ ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে