ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ নির্বাচনে আন্তর্জাতিক নজরদারি: ইইউ–সিইসি বৈঠক    

২০২৫ ডিসেম্বর ০২ ১২:৩১:৩৯








ত্রয়োদশ নির্বাচনে আন্তর্জাতিক নজরদারি: ইইউ–সিইসি বৈঠক




 



 

নিজস্ব প্রতিবেদক :প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সকালে ইইউ–র রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে চলমান নির্বাচন প্রস্তুতি ও পর্যবেক্ষণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে।

বৈঠকে ইইউ তাদের সুস্পষ্ট অবস্থান জানায়—বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের, মুক্ত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় তারা। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংস্থাটি ইসির সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। এসব আলোচনার ধারাবাহিকতায় ইইউ জানায়, এবার তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ১৫০ সদস্যের একটি বড় দল বাংলাদেশে পাঠানো হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর ধাপে ধাপে পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন এবং ভোটের আগে, ভোটের দিন ও ভোট পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।

ইইউ–র এই বৃহৎ পর্যবেক্ষক দল মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, কেন্দ্রগুলো পরিদর্শন, প্রশাসনের প্রস্তুতি মূল্যায়ন ও নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে একটি সামগ্রিক মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করবে। কমিশন সূত্র জানায়, ইইউ–র এ ধরনের উপস্থিতি নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত