ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের জীবন্ত প্রতীক

২০২৫ ডিসেম্বর ০১ ১৫:৫৫:০৭

বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের জীবন্ত প্রতীক

নিজস্ব প্রতিবেদক :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

দেশের সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় একযোগে একসূত্রে বাঁধা পড়েছেন। এই প্রেক্ষাপটে, ঢাকাইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী অ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটিঅ্যালামনাইঅ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। দোয়া মাহফিলের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আবেগঘন বক্তব্য রাখেন।

দুদু বলেন, “বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো গ্রহণযোগ্য, জনপ্রিয় এবং আপসহীন নেতৃত্ব বিরল। তিনি আজ জাতীয় ঐক্যের জীবন্ত প্রতীক। দেশের চলমান সংকট উত্তরণ এবং ভবিষ্যতের একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের জন্য তাঁর উপস্থিতি অপরিহার্য।

এই দেশে একদলীয় বাকশালতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া সবসময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি কখনও ফ্যাসিস্ট শক্তির জুলুম বা ভয়কে ছাড়িয়ে পালিয়ে যাননি। আজ এই আপসহীন নেত্রী গুরুতর অসুস্থ। সারাদেশের মানুষ তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছে।”

দুদু আবেগঘনভাবে স্মৃতিচারণ করে বলেন, “ছাত্র জীবনে বেগম খালেদা জিয়া আমাদের সন্তানের মতো আদর ও মমতার হাত ছাড়েননি।

তাঁর উদারতা ও স্নেহ আজও আমাদের মধ্যে প্রেরণা জাগায়। রাজনীতিতে সততা, মানবতার সেবা—সবই আমি তাঁর কাছ থেকে শিখেছি।”

শেষে তিনি দেশের মানুষের পক্ষ থেকে আন্তরিক আবেদন জানিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন লড়াকু জননেত্রী।

মহান আল্লাহ তাঁর সহায় হবেন। দেশের মানুষ আজ শুধু দোয়া করছে; আমরা চাই ম‍্যাডাম দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

দোয়া মাহফিলে উপস্থিত ডুয়া’সদস্যগণ চোখের জলে ও হৃদয়ের গভীর আবেগে একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত