ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমান কি প্রার্থী হতে পারবেন? যা বলছে নির্বাচন কমিশন

২০২৫ ডিসেম্বর ০১ ১৫:৩৫:৩৭

তারেক রহমান কি প্রার্থী হতে পারবেন? যা বলছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব।

তিনি জানান, ‘আমার জানা মতে, তারেক রহমান এখনও ভোটার হননি।’ সাংবাদিকরা জানতে চাইলে, তিনি কি নির্বাচন করতে পারবেন, সচিব বলেন, ‘পারতে পারেন, যদি কমিশন অনুমোদন দেয়।’

কমিশন কী ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন, ‘আইনে এটি নির্ধারিত আছে। সুনির্দিষ্ট তথ্যের জন্য ভোটার তালিকা নিবন্ধন আইনটি দেখুন, আমার মুখস্ত নেই।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত