ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
কর্মবিরতিতে শিক্ষাব্যবস্থা ভাঙন, দুই কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক :নির্বাচিত আন্দোলন ও কর্মবিরতির কারণে দেশের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যন্ত প্রায় দুই কোটির বেশি শিক্ষার্থী এই অবস্থার সরাসরি প্রভাব অনুভব করছে। করোনাকালের শিখন ঘাটতি কাটিয়ে ওঠার আগেই বারবার শিক্ষক আন্দোলন ও কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষত বার্ষিক পরীক্ষার আগে এই পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
প্রাথমিক পর্যায়ে সরকারের ১ কোটি ৯ লাখ ৮৫ হাজার শিক্ষার্থী কর্মবিরতির কারণে পরীক্ষার অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম বেতন গ্রেড, দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন ও অন্যান্য দাবিতে এ বছর তিন দফায় পূর্ণদিবস কর্মবিরতিতে গেছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন জানিয়েছেন, পুলিশের হামলায় একজন শিক্ষক নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার পরও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুনরায় আন্দোলনে যেতে হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষক আন্দোলন ও কর্মবিরতি তীব্র প্রভাব ফেলেছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি। অক্টোবর মাসে এই শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধি ও অন্যান্য দাবিতে ৮ দিন ধরে কর্মবিরতিতে ছিলেন। অন্যদিকে, নন-এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে ২৫ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়েছেন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাতেও একই চিত্র। ইবতেদায়ি, দাখিল ও আলিম পর্যায়ের মোট ৩৭ লাখ ৭৪ হাজার শিক্ষার্থী এবং কারিগরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় ৭ লাখ শিক্ষার্থী আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫ লাখ ৭১ হাজার, যেখানে সহকারী শিক্ষকরা নতুন পদসোপান, ১১তম গ্রেড ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি আদায়ে কর্মবিরতি ঘোষণা করেছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক হলেও আলোচনার মাধ্যমে সমাধান না হলে শিক্ষা সংকট দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ক্ষতি নিরূপণ করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ঘোষণা করেছে, ৩০ নভেম্বর থেকে দাবি পূরণ না হলে পূর্ণদিবস কর্মবিরতি চলবে এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিও শুরু হবে।
চলমান আন্দোলন ও কর্মবিরতির কারণে দেশব্যাপী শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা দ্রুত সমাধান না হলে শিক্ষার মান ও শিক্ষার্থীর ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির