ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসির নতুন নির্দেশিকা আসছে

২০২৫ নভেম্বর ২৭ ২১:২৬:০৪


বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসির নতুন নির্দেশিকা আসছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তরের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দিলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর বসবাসের ন্যায্য অধিকার এবং ভাড়া নিয়ে বাড়িওয়ালা–ভাড়াটিয়ার দীর্ঘদিনের জটিলতা নিরসনে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ অনুযায়ী একটি নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাত ৯টায় ক্রীড়া উপদেষ্টাআসিফ মাহমুদ সজিব ভূঁইয়াতার ব্যক্তিগত ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিএনসিসি শিগগিরই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য নতুন নির্দেশিকা প্রস্তুত করবে, যা ভাড়া নির্ধারণ, বাড়ি ছাড়ার নোটিশ, নিরাপত্তা জামানত, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সুনির্দিষ্টভাবে উল্লেখ করবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভাড়ার স্বেচ্ছাচারিতা রোধ, উভয় পক্ষের অধিকার সুরক্ষা এবং ভাড়া–সম্পর্কিত বিরোধ কমিয়ে একটি সভ্য ও দায়িত্বশীল আবাসন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত