ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৮০৭

২০২৫ নভেম্বর ২৬ ২৩:২৫:০২

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৮০৭

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ তিন বছরের প্রক্রিয়ার অবসান ঘটিয়ে অবশেষে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৮০৭টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বাকি পদগুলোর বিষয়ে এবং নন-ক্যাডার পদের নিয়োগের সুপারিশ খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

২০২২ সালের ৩০ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি এবং ২০২৪ সালের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েক ধাপে মৌখিক পরীক্ষা শেষে বুধবার রাতে চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

ফল জানবেন যেভাবে:প্রকাশিত ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। এছাড়া টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PSC45Registration Number লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত