ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

এনসিপিসহ ৪ দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ কাল

২০২৫ নভেম্বর ২৬ ২২:৩৩:৫৬

এনসিপিসহ ৪ দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ কাল

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন একটি জোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ সমমনা আরও তিনটি দল মিলে এই মোর্চা গঠন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর শাহবাগে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হবে। বেলা ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি আয়োজিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই চার দলের সমন্বয়ে জোট গঠিত হচ্ছে। তারা জোটগতভাবেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ