ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২৬ ১৮:৫৬:২১

সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রাণিসম্পদ খাতের উৎপাদন কার্যক্রম কার্যকরভাবে সচল রাখার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের যোগান নিশ্চিত করতে এই খাতের ভূমিকা অপরিসীম।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হবে।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ। বিশেষ করে পোল্ট্রি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যার ৮০ শতাংশই নারী। তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তা ও সরকারি প্রকল্পের ফলে দেশে ডিম, দুধ ও মাংসের উৎপাদন বেড়েছে। এর ফলে কোরবানির সময় এখন আর বিদেশ থেকে পশু আমদানি করতে হয় না, যা দেশের অর্থনীতির জন্য বড় সাফল্য।

তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং বিভিন্ন সংক্রামক রোগ এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বর্তমান সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত