ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ইসলাম অবমাননার অভিযোগে মায়ের ডাকের তুলি মামলার মুখে

২০২৫ নভেম্বর ২৬ ১৭:৪৯:৫৫

ইসলাম অবমাননার অভিযোগে মায়ের ডাকের তুলি মামলার মুখে

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৪১ নাগরিকের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম ধর্মে ‘বিবাহ’ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান, যেখানে পবিত্র কোরআনের সুরা নিসা ৩ নং আয়াতে মুসলিম পুরুষের জন্য চারটি পর্যন্ত বিবাহের অনুমতি রয়েছে। একইভাবে ‘মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭’-এর ধারা ২ অনুযায়ী মুসলিম নাগরিকদের বিবাহ, তালাক, ভরণপোষণসহ অন্যান্য বিষয়ে ইসলামী শরিয়তই প্রযোজ্য।

অভিযোগে বলা হয়, সানজিদা ইসলাম তুলি জনসমক্ষে ইসলামের বিবাহবিষয়ক বিধান নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ইসলাম ধর্মকে অপমান এবং মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার শামিল। এই ঘটনায় দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। পিবিআই তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ধারিত হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত